আজ রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ | ০৮ সেপ্টেম্বর ২০২৪

Surmakontho LogoBanner Ads

শিরোনাম

 কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ছবি

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াত কোটা সংস্কার আন্দোলনে ঢুকে কর্মসূচি ঠিক করে দিচ্ছে এবং শিক্ষার্থীরা না বুঝেই বিক্ষোভ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা না বুঝেই কোটা সংস্কার আন্দোলন করছে। সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছে। সরকার এটি বাতিল করেছে তাদের দাবির প্রেক্ষিতে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে। গত কয়েকটি বিসিএস পরীক্ষা কোটাবিহীন অনুষ্ঠিত হয়েছে। সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হয়েছে সম্পূর্ণ কোটাবিহীনভাবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই কোটা ছিল। স্বাধীনতার আগেও কোটা ছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী ও জেলা কোটা ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযোদ্ধা কোটা ছিল না। যেটি আমাদের সরকার পুনর্বহাল করেছে। বিভিন্ন পর্যায়ের কোটা দেশ স্বাধীনের পর থেকে ছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘সরকার যে কোটা বাতিল করেছিল, সেটি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট রায় দিলেন সরকারের বিরুদ্ধে। আবার আন্দোলনও হচ্ছে সরকারের বিরুদ্ধে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। এটি জানার পরও যারা আন্দোলন করছে, দুরভিসন্ধিমূলকভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে। কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো সক্রিয়। এটি মানুষ বোঝে। তারা নির্বাচনের আগে সক্রিয় ছিল। বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে দেশের নির্বাচন পণ্ড করার অপচেষ্টা চালিয়েছিল। নির্বাচনের পরেও সরকার যেন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য না হয়, সেজন্য তারা সক্রিয় ছিল। সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়ে সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল পাকানোর জন্য। বিএনপি-জামায়াতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, ওয়ান ইলেভেনের কুশীলবদের জনগণের কাছে যাওয়ারও কোনো ক্ষমতা নেই।’

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল সারাদেশে যে নৈরাজ্য হয়েছে এর প্রধান কারণ বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। ঢাকা-চট্টগ্রাম-রংপুরসহ সারাদেশে তারা লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমেছে। চট্টগ্রামে মানুষের রগ কেটেছে। রগকাটা বাহিনী হচ্ছে শিবির। চট্টগ্রামে ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়া হয়েছে। চট্টগ্রামে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন ছাত্রদল নেতা। ছাত্রদলের নেতা ওখানে গেলো কেন? তাহলে তারা ওখানে ঢুকেছে প্রমাণ হলো।’

তিনি বলেন, ঢাকায় একজন পথচারী ও আরেকজন ছাত্র নিহত হয়েছে। গতকাল বিএনপি-জামায়াত চাচ্ছিল দেশে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয়নি। রাত সাড়ে ১২টায় কর্মসূচি ঘোষণা, গায়েবানা জানাজা ও মিছিল। তার মানে লাশের রাজনীতি। এর মানে, এই কর্ম

News 3rd 1st Banner Ads News 3rd 2nd Banner Ads

এই ক্যাটাগরিতে আরও পড়ুন :

শাটডাউনকে পুঁজি করে সহিংসতার সুযোগ দেওয়া হবে না: ওবায়দুল কাদের ছবি

শাটডাউনকে পুঁজি করে সহিংসতার সুযোগ দেওয়া হবে না: ওবায়দুল কাদের

১ মাস আগে

পুলিশের ওপর হামলা : সোহেল-টুকুসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি

পুলিশের ওপর হামলা : সোহেল-টুকুসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১ মাস আগে

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ছবি

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

১ মাস আগে

শিক্ষার্থীর নিরাপত্তায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আমরাও দুশ্চিন্তায়: পলক ছবি

শিক্ষার্থীর নিরাপত্তায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আমরাও দুশ্চিন্তায়: পলক

১ মাস আগে

ফেসবুককে হুঁশিয়ারি, শেষবারের মত সতর্ক করলেন পলক ছবি

ফেসবুককে হুঁশিয়ারি, শেষবারের মত সতর্ক করলেন পলক

১ মাস আগে